তোমার এখন কদর কতো
বাড়ছে দ্বিগুণ মূল্য,
তোমার সাথে এই বাজারে
হয় না কিছুর তুল্য।
এবার প্রথম একশো ছুঁলে
ফুটল মধুর হাস্য,
মানতে হবে ভাগ্য তোমার
ব্যবসায়ীদের ভাষ্য।
হিসেব করেই চলছে এখন
সবার ঘরের রান্না,
কাটতে গিয়ে আগের মতো
নামে নাতো কান্না।
গিন্নি এখন বুঝছে কদর
তুমি তো নও সস্তা,
চাইলে ঘরে আসবে নাতো
আস্ত পেঁয়াজ বস্তা।
প্রিয় পেঁয়াজ তোয়াজ করে
লিখছি তোমার কাব্য,
তুমি আছো থাকবে তুমি
বিকল্প কী ভাববো?
0 Comments