ট্রাফিক পুলিশ ডিউটি করেন
যথারীতি রাস্তাতে
এ রমজানে হঠাৎ দারুণ
দৃশ্য ভাসে আজ তাতে।
তখন ছিলেন লকডাউনের
ফাঁকা পথের ডিউটিতে
আজান হতেই দাঁড়িয়ে গেলেন
দারুণ রকম বিউটিতে।
লোকটা যেমন ব্যস্ত থাকেন
নিজের পেশার কর্মতে
তেমনি আবার মন আছে খুব
তার তো নিজের ধর্মতে।
ডিউটিফুল এই ট্রাফিক ভায়ার
বিউটিফুল এই কারবারে
শোর করে তাই ধন্য বলি
মনের থেকে বারবারে।
*ভারতের এই মুসলিম ট্রাফিক পুলিশ চলমান লকডাউনে সহকর্মীদের সঙ্গে ডিউটিতে ছিলেন। এই অবস্থায় আজান হইলে তিনি পথেই নামাজে দাঁড়ায়া যান। তাকে নিয়াই আজ এই ছড়া।
0 Comments